বগুড়া ডিবি পুলিশ সদস্যরা রবিবার দুপুরে ধুনট উপজেলার চরখুকশিয়া সাকিনস্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে জগত জামালের ছেলে আব্দুল জলিল (২২) ও একই এলাকার মৃত কোরবান আলীর ছেলে মোঃ আবু বক্করকে (৪০) ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে বক্করের দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে তার বসতবাড়ির পিছনে দক্ষিণে অবস্থিত মুরগি রাখার ঘরের ভিতরে মাটির নীচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে আরো ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বগুড়া ধুনট থানায় মামলা দায়ের হয়েছে।
গ্রেফতার দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম