গোপালগঞ্জের কাশিয়ানীতে জসিম উদ্দিন মোল্লা (৩১) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার পিংগলীয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত জসিম উদ্দিন উপজেলা সদরের কাশিয়ানী ইউনিয়নের পিংগলীয়া গ্রামের মো. সিদ্দিকুর রহমান মোল্লার ছেলে।
জানা যায়, দাওয়াত খেতে যাওয়ার সময় উপজেলার পিংগলীয়া মাদ্রাসার সামনে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী জসিম উদ্দিন মোল্লার ওপর হামলা চালায়। পরে আহত ব্যবসায়ীকে স্থানীয় লোকজন উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি নির্বাচনের জের ধরে জসিম উদ্দিনের ওপর হামলা চালানো হয়েছে। তার মাথায় ২২টি সেলাই দেওয়া হয়। ব্যবসায়ী জসিম উদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রানা জানান, থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনা শুনেছি। ভিকটিমের সাথে কথা হয়েছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই