মেহেরপুরে ইজিবাইক চার্জ দিতে গিয়ে সুমন আলী (৩০) নামে এক চালক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। রবিবার রাত ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সুমন একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।
সুমনের চাচাতো ভাই রোকনুজ্জামান জানান, প্রতিদিনের ন্যায় আজকেও সুমন আলী তার নিজস্ব ইজিবাইকটি বাড়িতেই চার্জ দিতে যায়। এসময় অসাবধানতার কারণে পুরো ইজিবাইকটি বিদ্যুতায়িত হয়।
এতে সুমন মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মখলেছুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন।
বিডি প্রতিদিন/এমআই