সিরাজগঞ্জের কামারখন্দে ১৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসার অভিযোগে ২ ব্যক্তিকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। রবিবার সন্ধ্যা ৬টায় কামারখন্দের ঝাঐল ইউনিয়নের চালা সাবাজপুর গ্রামে তাদের ধরতে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত আসামি উপজেলার চালা গ্রামের করিম সরকার এর ছেলে রাজু আহম্মেদ (২৬) ও বগুড়া জেলার সদর থানার জাহানাবাদ গ্রামের আবু তাহেরের ছেলে রুবেল মিয়া (৩৫)।
র্যাব ১২ এর মিডিয়া অফিসার মো. সোহরাব হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে অভিযুক্তরা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা