ঝিনাইদহের কালীগঞ্জে কিশোরীদের সঞ্চয়ে উৎসাহিতকরণ এবং সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠিত করে বাল্যবিয়ে, নারী নির্যাতন, যৌতুক বিরোধী, নেতৃত্ব বিকাশ ও ইভটিজিং প্রতিরোধসহ কিশোরীদের বয়ঃসন্ধি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা এম.এস মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরী সংঘের ১০০ সদস্যকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এছাড়াও কোর্স পরিচালক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার খাইরুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন