আসন্ন ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাড়ি, গাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহারিয়ার জাহেদী হিজলের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা হামলা চালিয়ে দোকান কর্মচারীদের মারধর ও আসবাবপত্র ভাংচুর করে। খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজন জড়ো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনকে সামনে রেখে শহরে চলছে উত্তেজনা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সন্ধ্যার পর শহরের পোস্ট অফিস মোড়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেকের সমর্থকরা মিছিল নিয়ে এসে তার ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলে অভিযোগ স্বতন্ত্র মেয়র প্রার্থীর।
এ ব্যাপারে নৌকা মনোনীত প্রার্থী আব্দুল খালেক জানান, এটা নির্বাচনী কৌশল হতে পারে। তারা নিজেরাই এসব ঘটনা ঘটিয়ে জনসমর্থন আদায়ের চেষ্টা করছে। এটা করে কোনো লাভ হবে না। নৌকার জয় সুনিশ্চিত।
বিষয়টি নিশ্চিত করে ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা