ভোলার লালমোহনে ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাকসহ যানবাহন খালে পড়েছে। এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও ভোলা-চরফ্যাশন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় লালমোহন উপজেলার ডাওরি বাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের পার্শ্ববর্তী বাইপাস সড়কের বেইলি ব্রিজটি ভেঙে পড়ে।
খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, ব্রিজ ভেঙে ট্রাকসহ অটোরিকশা খালে পড়েছে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুততম সময়ের মধ্যে খালে পড়া যানবাহন উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/কালাম