১৯ মে, ২০২২ ১৮:৫৫

পিরোজপুরে স্কুল ভবনের ছাদের পলেস্তরা খসে শিক্ষার্থী আহত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে স্কুল ভবনের ছাদের পলেস্তরা খসে শিক্ষার্থী আহত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ক্লাস চলাকালে শেণি কক্ষের ছাদের পলেস্তরা খসে পড়ে সাকিবা আজাদ(৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৬৯ নম্বর উত্তর ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্কুল কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের অফিস সহকারি আবুল কালাম আজাদ খান এর মেয়ে সাকিবা। 

জানাযায়, বৃহস্পতিবার বিদ্যালয়ে ক্লাস করছিল সাকিবা। এসময় হঠাৎ করে স্কুল ভবনের ছাদের পলেস্তরা খসে পড়ে শ্রেণি কক্ষে। খসে পড়া পলেস্তরা সাকিবার ঘাড় ও বাহুতে আঘাত করে। বিদ্যালয়ের শিক্ষকরা আহত অবস্থায় সাকিবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। 

সাকিবার বাবা আবুল কালাম আজাদ জানান, বিদ্যালয়টি বহু পুরাতন। দীর্ঘদিনে সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ হয়নি। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম প্রসাদ পাল জানান, নতুন স্কুল ভবন দরকার। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া উপজেলা শিক্ষা অফিসার মো. মোঃ নাছির উদ্দিন খলিফা জানান, প্রধান শিক্ষক তাকে বিষয়টি অবহিত করেছেন। তিনি জরাজীর্ণ কক্ষে পাঠদান বন্ধ রাখতে বলেছেন। 

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর