নিখোঁজের ৬ দিন পর খাদেমুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ীর অর্ধগলিত লাশ নিজ বাড়িতেই পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মহল্লা থেকে উদ্ধার করা হয়।
এর আগে গত ১৭ মে সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় খাদেমুলের ছেলে রায়হান কবির গত ২২ মে বিরামপুর থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে পুলিশ তদন্ত শুরু করে। বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার মৃত: সুজার উদ্দিনের ছেলে খাদেমুল ইসলাম (৭৫) বাড়িতে একাই বসবাস করতেন। খাদেমুল ইসলাম পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন বলে স্থানীয়রা জানায়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, মঙ্গলবার বিকেলে নিখোঁজের বাড়ি অনুসন্ধান করতে গিয়ে প্রাচীর সংলগ্ন মাটি দেখে সন্দেহ হলে সেখানে মাটি খুঁড়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় তার স্বজনদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধারের সময় বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম