বরগুনায় আগামী ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সাড়ে ৩টায় বরগুনা সিভিল সার্জন অফিস মিলনায়তনে মেডিকেল অফিসার ডা. মেহদি হাসানের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে বিষয়বস্তু উপস্থাপন করেন মো. নুরুল আমিন, পুষ্টিবিষয়ক কর্মকর্তা, সিভিল সার্জন অফিস, বরগুনা। আলোচনায় অংশগ্রহণ করেন মো. ফোরকান আহমেদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খান সালামত উল্লাহ, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিভিল সার্জন অফিস। কর্মশালায় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বরগুনায় ৬টি উপজলায় ৬-১১ বয়সী ১৩,৩৮১ এবং ১২-৫৯ বয়সী ১,০২,৭৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাসের কম বয়সী শিশু ও অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।
বিডি প্রতিদিন/এমআই