২৭ মে, ২০২২ ১৬:১৯

কৃষ্ণচূড়ায় সেজেছে ঘাটাইল

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষ্ণচূড়ায় সেজেছে ঘাটাইল

কৃষ্ণচূড়া

বৈশাখ জ্যৈষ্ঠের তীব্র গরমে যখন সব ফুলের ঝিমিয়ে পড়ার ক্ষণ, কেউ কেউ আবার চলে গেছে দৃষ্টির ওপারে, ঠিক সেই মুহূর্তে কৃষ্ণচূড়া তার লাল অবয়ব নিয়ে মাতিয়ে রেখেছে প্রকৃতি। রৌদ্রের তীব্রতর দাবদাহ উপেক্ষা করেই কৃষ্ণচূড়া তার সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে চারপাশে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়ি ও সমতল এলাকার প্রতিটি রাস্তা ঘাট ও গ্রামের আনাচে কানাচে লাল হলুদ রঙের কৃষ্ণচূড়ায় ছেয়ে গেছে। 

উপজেলার গারোবাজার-পোড়াবাড়ি সড়কে গিয়ে দেখা যায়, কৃষ্ণচূড়া তার লাল আবীর মেখে পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।

জানাগেছে, অনেকেই লাল ও হলুদ দুই রঙের ফুলকেই কৃষ্ণচূড়া বলে থাকে। তবে ফুল বিশেষজ্ঞদের মতে, লাল রঙের ফুলকে কৃষ্ণচূড়া ও হলুদ রঙের ফুলকে রাধাচূড়া বলা হয়। বাংলাদেশে সাধারণত এপ্রিল-মে মাসে কৃষ্ণচূড়া ফোটে। 

আকারে কৃষ্ণচূড়া গাছ খুব একটা বড় হয় না। তবে এর ডালপালা বট গাছের মতো অনেক জায়গা পর্যন্ত বিস্তৃত থাকে। 

কৃষ্ণচূড়ার এমন রূপে এলাকাবাসীও মুগ্ধ। অনেকেই জানিয়েছেন, এ কয়েকটা মাস কৃষ্ণচূড়া ছাওয়া পথ ধরে হাঁটলে আলাদা প্রশান্তি পাওয়া যায়। অনেকে আবার দল বেঁধে আসেন কৃষ্ণচূড়ার রূপে মুগ্ধ হতে।

বিডি প্রতিদিন/নাজমুল রানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর