শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল মোমেন এই বাজেট পেশ করেন।
কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, বালুঘাটা নাকশী নছমপুর বাজার কমিটির সভাপতি তোজাম্মেল হোসেন খোকা ও স্থানীয় মসজিদের ইমাম মাওলানা কবির হোসাইন আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা বাজেটের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও মত প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ