গাজীপুরের কাপাসিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ও পিকআপের যাত্রীসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত পিকআপ চালক জিন্নাত আলী (২৭) কিশোরগঞ্জ জেলা সদর থানার হয়বতনগর গ্রামের মো: ঝিনুক মিয়ার ছেলে ও পিক আপের যাত্রী দেলোয়ার হোসেন (২৬) কিশোরগঞ্জ জেলার সদর থানার সাতারপুর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।
কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে গাজীপুর-কাপাসিয়া সড়কের সাল্লারবাড়ী মোড় এলাকায় ঢাকামুখী একটি বাসের সাথে কিশোরগঞ্জগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপের চালক জিন্নাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পিকআপের অপর যাত্রী দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় বাসের তিনজন যাত্রী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত বাস এবং পিকআপ ভ্যান উদ্ধার করে থানায় আনা হয়েছে। আর নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম