বগুড়া ৮ কেজি গাঁজাসহ মোস্তাফিজুর রহমান ওরফে রাসেল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ। শুক্রবার সন্ধ্যার দিকে শহরের ছিলিমপুর এলাকা এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মো. মোস্তাফিজুর রহমান ওরফে রাসেল নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার দক্ষিণ চকযাদু এলাকার মো. মোজাফফর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, বগুড়া শহরের ঢাকা-রংপুর মহাসড়কের ছিলিমপুর এলাকায় শুক্রবার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। অভিযানে সন্ধ্যার দিকে মাদক ব্যবসায়ী রাসেলকে বিশেষ কায়দায় মোড়ানো চারটি প্যাকেটে ৮ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
শনিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। জেলায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম