ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ফায়ার সার্ভিসের সামনে বাসের চাপায় মো. সাহেব আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাহের আলী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মহম্মদপুর ইউনিয়নের পোরাইল গ্রামের গফফার মোল্লাল ছেলে।
গোয়ালন্দ ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহেব আলী একটি মোটরসাইকেলে করে তার কর্মস্থল সাভারে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এলাকায় অতিক্রম করলে ঢাকা থেকে ফরিদপুরগামী একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার কাছ থেকে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী সেনাবাহিনীর সদস্য হিসেবে ধারনা করা হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.দেলোয়ার হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল