বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টঙ্গী থানা আওয়ামী লীগ। শনিবার বিকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নতুন বাজার দলীয় কার্যলয় থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
সমাবেশে উপস্থিত ছিলেন টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, আ.লীগ নেতা মজিবর মোড়ল, গাজীপুর সিটি কপোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নুরু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম