গাজীপুরের টঙ্গী বাজার থেকে চুরি হওয়া প্রায় তিন’শ বস্তা চাল সকালে বগুড়া শেরপুর থানাধীন শেরুয়া বটতলা থেকে উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত মো: বিলু মিয়া(২৪) ও সোহান বাবু আদর(৩২)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা উভয়ই বগুড়া জেলার সদর থানার বাসিন্দা।
জানা যায়, গত ৩১ মে রাতে কুমিল্লা থেকে ট্রাক ভর্তি চাউল টঙ্গী বাজার আসে। এরপর মাল আনলোড করার পূর্বেই কৌশলে ট্রাক চালক বিলু মিয়া ওই রাতেই চাল নিয়ে পালিয়ে যায় এবং বগুড়ার শেরপুর নিয়ে বিক্রি করে দেয়। এ ঘটনায় টঙ্গী বাজার মনির রাইচ স্টোর এর মালিক মনির হোসেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলার সূত্র ধরেই টঙ্গী পূর্ব থানার এসআই ইয়াছিন আরাফাতসহ একদল পুলিশ বগুড়া শেরপুর থানাধীন শেরুয়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে ২৬৩ বস্তা চাউল উদ্ধার পূর্বক ট্রাক চালক বিলুকে গ্রেফতার করে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো: জাবেদ মাসুদ এর সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম