ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০ হাজার টাকা চাঁদা চেয়ে না পাওয়ায় মোজাম্মেল হোসেন (২১) নামের এক অটোরিকশা চালককে খুন করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার প্রায় সাড়ে তিন মাস পর হত্যাকাণ্ডের রহস্য উদযাটন করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই সাথে এ হত্যার সাথে জড়িত তিন ঘাতককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল- ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের আবুল মনসুরের ছেলে আবু রায়হান (২৫), সরিষা এলাকার নূর আহাম্মদ মিলনের ছেলে মোজাম্মেল হক (১৯) এবং ধামদী গ্রামের আব্দুল লতিফের ছেলে জিয়াউর রহমান সাইদুল (২১)। শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি।
শনিবার দুপুরে জেলা পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ে আলোজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিবির ওসি মো. সফিকুল ইসলাম ।
তিনি বলেন, গত ১৫ ফেব্রæয়ারি উপজেলার মৃগালী এলাকায় সড়কের পাশে অটোচালক মোজাম্মেল হোসেন মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি নান্দাইল উপজেলার সাভার এলাকায়। ওইদিনই এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখার ওপর ন্যাস্ত করা হলে ক্লু-লেস এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করে ডিবি। সাড়ে তিন মাস পর আসে সফলতা। হত্যায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নান্দাইল চৌরাস্তা থেকে যাত্রীবেশে মোজাম্মেলের অটোরিকশাটি ভাড়া করে আসামিরা। এরপর ময়মনসিংহ শহরে এসে সময়ক্ষেপণ করে তারা। রাত গভীর হলে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। একপর্যায়ে মোজাম্মেলের মোবাইল ফোনটি ব্যবহার করে তার বাবার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। সেই টাকা না পেয়ে মোজাম্মেলের গলায় মাফলার প্যাঁচিয়ে নাক ও মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার পাশে ফেলে সিএনজি ও নিহতের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ঘাতকরা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম