বগুড়ার শেরপুরে নসিমন-ভটভটির ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। নিহত পথচারীর নাম আব্দুর রাজ্জাক (৪৮)। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শনিবার সকালে বিশালপুর-বড়পুকুরিয়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, শনিবার সকালের দিকে রানীরহাট বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আব্দুর রাজ্জাক। একপর্যায়ে সড়কে কোনো যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই রওয়ানা হন তিনি। পথিমধ্যে বড়পুকুরিয়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি নসিমন-ভটভটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী আব্দুর রাজ্জাক মারা যান।
শেরপুর থানার উপ-পরিদর্শক শাহাদত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবহনের চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা না গেলেও ওই নসিমন ভটভটি আটক করে জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর