দিনাজপুরের সাবেক এমপি মোহাম্মদ শোয়েব বাবুল (৭৭) আর নেই। শনিবার ভোর রাত ৪টার দিকে বার্ধক্যজনিত রোগে তিনি ফুলবাড়ী শহরের সুজাপুর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ এশা তার নিজ বাড়ী ফুলবাড়ী শহরের সুজাপুরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয় বলে জানায় তার পরিবার।
মরহুম মোহাম্মদ শোয়েব বাবুল ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি ফুলবাড়ী পৌরসভার প্রথম প্রশাসক এবং পরে প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার বড় মেয়ে সাবিনা সুলতানা একজন গৃহিনী, দ্বিতীয় মেয়ে সাবিহা সুলতানা উপ-সচিব, ছোট ছেলে আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ দীপ সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং বড় ছেলে স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
সাবেক সাংসদ মোহাম্মদ শোয়েব বাবুলের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌরমেয়র মো. মাহমুদ আলম লিটনসহ আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, ওয়ার্কার্সপার্টি, জাতীয় গণফ্রন্ট, জাতীয় পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, ফুলবাড়ী প্রেসক্লাবসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল