বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর মহানগর যুবলীগ। গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে দুপুরে গাজীপুর আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করেন।
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বিএনপির নেতাকর্মী কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন কটুক্তি করার তীব্র সমালোচনা করেন এবং বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথে মোকাবিলা করার জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এএম