বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় জেলা আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করেছে।
শনিবার দুপুর ১২টায় শহরের সাতমাথা মুজিবমঞ্চে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এছাড়া অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, প্রদীপ কুমার রায়, এড্যাভোকেট আমানুল্লাহ, একেএম আছাদুর রহমান দুলু, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, অ্যাডভোকেট তবিবুর রহমান তবি, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল রাজি জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী প্রাচীনতম সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রজ্ঞা, সততা, সাহসিকতায় একজন সফল রাষ্ট্রনায়ক। বিএনপি’র জন্মই হয়েছিল অপরাজনীতির মধ্য দিয়ে। তারা একটি সন্ত্রাসী সংগঠন। তাদের নেতাকর্মীরা দুর্নীতিতে অভিযুক্ত। তাদের দ্বারা দেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে না। বিএনপির কাজই ষড়যন্ত্র করে দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়া। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করা।
বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে শেখ হাসিনা বাঙালির এক অনন্য অনুভূতির নাম। অথচ তাকে উদ্দেশ্য করে পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বক্তব্য দিয়েছে ছাত্রদল নামের অস্ত্রধারীরা। তারা আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা তাদের হুঁশিয়ার করে বলতে চাই আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। আপনাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মীরা রুখে দাঁড়াবে।
বিডি প্রতিদিন/আবু জাফর