বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা তক্ষকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জিউধরা ইউনিয়নের খণিরখন্ড গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে ইয়াসিন হাওলাদারকে (৪২) শনিবার দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩টি তক্ষক উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শুভঙ্করের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাঁজা ও তক্ষকসহ ইয়াসিনকে গ্রেফতার করে। এ ঘটনায় আজ রবিবার থানায় মামলা দায়ের হয়েছে। ইয়াসিনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তক্ষক ৩টি বনবিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ