ময়মনসিংহের ফুলপুরে কৃষি যন্ত্রপাতি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ পরিচালিত এপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন ইনোভেশন হাব (আসমি) প্রকল্পের আয়োজনে ও ফুলপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ওই মেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান। আসমি - বাংলাদেশ প্রকল্প পরিচালক ড. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প পরিচালক তারিক মাহমুদুল ইসলাম, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ -এর অতিরিক্ত উপপরিচালক ড. উম্মে হাবিবা, ফুলপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি প্রমুখ। এছাড়া মেলায় কৃষক, কৃষি উদ্যোক্তা, ছাত্র- ছাত্রী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ