পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক আনীত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে মানববন্ধন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত কর্মকর্তাবৃন্দ।
দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ডাকে এই মানববন্ধন পালন করেন তারা।
রবিবার সকাল ১১টায় হাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে হাবিপ্রবির ডেপুটি রেজিষ্টার কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, ডেপুটি লাইব্রেরিয়ান মোঃ আব্দুর রউফ,সহকারী রেজিষ্টার কৃষিবিদ জীবন চন্দ্র রায়, কৃষিবিদ রতন গুপ্ত, আলমগীর কবিরসহ হাবিপ্রবির বিভিন্ন শাখার সকল স্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।