বরগুনায় আদালতে মামলায় হাজিরা দিতে গিয়ে আফজাল হোসেন (৬০) নামের এক ব্যক্তি টমটমের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। আজ রবিবার সকালে পাথরঘাটা থেকে সাইকেলে বরগুনা আদালত চত্বরে যাবার পথে শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তায় সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর টমটম চালক ছগির (২৪) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আফজাল পেশায় একজন গ্যারেজ মেকানিক।
নিহত আফজাল মোল্লা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘুটাবাছা গ্রামের মৃত রত্তন মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফজাল মোল্লা প্রায় সময়ই মামলার কারণে আদালতে আসা যাওয়া করতো। দুর্ঘটনার পরে পথচারীরা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা