নেত্রকোনায় স্ত্রী হত্যার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যু দণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির। সকল সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন বিচারক।
রায়ে প্রকাশ্যে দিবালোকে স্ত্রী ঝুমা রানী দাসকে (৩৫) হত্যার অভিযোগে স্বামী বীরবল চৌহানকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়। বীরবল নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কারণে বীরবলের সাথে স্ত্রী ঝুমার কলহ-বিবাদ চলছিল। এরই জের ধরে ২০১৮ সালের ২৯ নভেম্বর দুপুরে বীরবল ঝুমাকে হত্যা করে। ওই সময় স্থানীয় লোকজন বীরবলকে আটক করে নেত্রকোনা থানার পুলিশের নিকট হস্তান্তর করে।
পরে ঝুমার মা হেনা রানি দাস বাদি হয়ে বীরবলের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি শুনে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে রায় প্রদান করেন।
সরকার পক্ষে মামলা লড়েছেন পিপি অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন আহমেদ মাসুদ এবং অ্যাডভোকেট কমলেশ চৌধুরী। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট দিলুয়ারা বেগম।
বিডি প্রতিদিন/ফারজানা