৯৯৯ নম্বরে ফোন পেয়ে দুর্গাপুর থানা পুলিশ বিরিশিরি এলাকা থেকে আজ বুধবার সকালে মালামাল ভর্তি ছিনতাইকৃত একটি ট্রাক উদ্ধার করেছে। দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে পণ্য ভর্তি একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলো।
ট্রাকটি টাঙ্গাইলের করটিয়া পৌঁছলে ছিনতাইকারীরা ড্রাইভার ও হেলপারকে জিম্মি করে ট্রাকটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে ড্রাইভার ও হেলপারকে মুক্তাগাছা নামক স্থানে চলন্ত ট্রাক থেকে ফেলে দিয়ে ট্রাকটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকায় নিয়ে আসে।
এদিকে আহত চালক বাবুল আক্তার গাড়ির মালিক আনোয়ার হোসেনকে মোবাইল ফোনে জানায় ও মুক্তাগাছা থানা পুলিশকে মৌখিকভাবে বিষয়টি অবহিত করে। পরবর্তীতে মালিক ট্রাকে লাগানো জিপিএসের মাধ্যমে গাড়িটির অবস্থান শনাক্ত করে ৯৯৯ নম্বরে ফোন দেয়। ফোন পেয়ে দুর্গাপুর থানার পুলিশ বিরিশিরি কালচারাল একাডেমির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় মালামালসহ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, কালিহাতি থেকে ৯৯৯ এ ফোন দিলে আমরা বিরিশিরি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। ছিনতাইকারীরা ট্রাক ফেলে পালিয়েছে। তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর