পটুয়াখালীর গলাচিপায় উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করে।
পরে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান. যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস ও মোফাজ্জেল হোসেন মাসুদ, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী মরহুম আ.খ.ম জাহাঙ্গীর হোসাইনের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ.স.ম জাওয়াদ সুজনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল