পিরোজপুরের নেছারাবাদে মোটরসাইকেল চাপায় পরিমল বেপারী (৪৫) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কুড়িয়ানা বাজারের সড়কে এ ঘটনা ঘটে। সড়ক দুঘটনার এ দৃশ্য বাজারে থাকা একটি সিসি ক্যামেরায় রেকর্ড হয় এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিহত পরিমল পার্শবর্তী ঝালকাঠি সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত মনিন্দ্র বেপারীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার উড়িবুনিয়া গ্রামের কবির হোসেনের ছেলে রাজু তার এক সহযোগী সাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে বরিশালে যাচ্ছিল। এসময় কুড়িয়ানা বাজার অতিক্রম করার সময় পরিমল বেপারীকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয় পরিমল। স্থানীয়রা পরিমলকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মেডিকেল অফিসার ডা. মো. ওয়াহিদুজ্জামান জানান, হাসপাতালে আনার পূর্বে মারা গেছে পরিমল।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, মোটরসাইকেলে থাকা রাজু হাসপাতালে চিকিৎসাধীন। সে পুলিশের নজরদারিতে রয়েছে। নিহতের পরিবার মামলা করলে নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম