"বাজেট সভায় অংশ নেই, নিজের কথা নিজে কই"-স্লোগানে সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের ২০২২-২৩ অর্থবছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ কার্যলয়ের হলরুমে ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সি সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়।
বাজেট সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রিয়াজ উদ্দিন। এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সি, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সচিব মো. সাইফুল ইসলাম, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের মেম্বারগণ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউনিয়নের মুরুব্বিগণ।
বিডি প্রতিদিন/এএম