নোয়াখালী পৌরসভার কার্যক্রম পরিদর্শন ও মেয়র শহিদ উল্যাহ খান সোহেলের সাথে মতবিনিময় করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।
এ সময় তিনি মেয়র এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
বৃহস্পতিবার দুপুরে মতবিনিময় সমায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণপাল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া সহ বিভিন্ন কাউন্সিলরগণ।
বিভাগীয় কমিশনার এ সময় পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পানিসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খরব নেন এবং তিনি ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থা নিয়ে সহযোগিতার আশ্বাস দেন। পরে পৌরসভার পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এর আগে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন