চাঁদপুরের কচুয়া-গৌরিপুর সড়কের বায়েক এলাকায় বৃহস্পতিবার ভোরে ট্রাক ও মোটরবাইক সংঘর্ষে শফিকুল ইসলাম (২৮) নামে এক মোটরবাইক চালকের মৃত্যু হয়েছে। নিহত শফিকুল ইসলামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হোসাইন নগর গ্রামের আবুল হাশেমের ছেলে।
পুলিশ জানায়, মোটরবাইকটি ঢাকার উদ্দেশ্যে কচুয়া রওনা হয়। অপরদিকে মালবাহী ট্রাকটি ঢাকা থেকে কচুয়া আসার পথে বায়েক মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরবাইক চালক শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। পরে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ঘটনার পরপর ট্রাকচালক পলাতক রয়েছে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন দুর্ঘটনায় মোটরবাইক চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে থানায় এনে সুরুতহাল ও ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এএম