বগুড়ার শিবগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ৩টি চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। বৃহস্পতিবার উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি গ্রামের জিলদারের গোয়ালঘর থেকে গরুগুলোকে উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের বুলু মিয়ার ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিলদার পালিয়ে যান।
শুক্রবার সকালে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ আলমগীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি এলাকার জিলদার বসতবাড়ীর গোয়ালঘর থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়। কিন্তু জিলদার আগেই পালিয়ে যান। গত ২ দিন আগে সোনাতলা থানার দাউদকান্দি এলাকা থেকে এই ৩ টি গরু চুরি হয়।
শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস পিপিএম জানান, ৩টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রকৃত মালিক পেলে আইনগতভাবে গরুগুলো হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএ