৩ জুলাই, ২০২২ ১৯:২৯

মিয়ানমার থেকে প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনতেন শফিউল্লাহ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

মিয়ানমার থেকে প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনতেন শফিউল্লাহ

কক্সবাজারের উখিয়ায় বহু মামলার পলাতক আসামি, মিয়ানমারের নাগরিক শফিউল্লাহকে (৩৮) ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, মিয়ানমার থেকে প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা নিয়ে এসে রোহিঙ্গা শিবিরে পাচার করতেন এই শফিউল্লাহ।

রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় শনিবার রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে উখিয়া থানা পুলিশ। আটক শফিউল্লাহ লম্বাশিয়া রোহিঙ্গা শিবির-১ এর ই/২ ব্লকের আব্দুস সালামের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেয়া উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শফিউল্লাহ মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এবং বহু মামলার পলাতক আসামি। আটকের পর তার স্বীকারোক্তি অনুসারে তাকে সাথে নিয়ে উখিয়ার পাতাবাড়ি এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। শফিউল্লাহ প্রতি মাসে ৩০/৪০ লক্ষ পিস ইয়াবা মিয়ানমার থেকে সীমান্ত পার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে পাচার করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর