বরগুনার ঢলুয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে ‘বিষাক্ত গ্যাস ট্যাবলেট’ খেয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।এই স্কুলছাত্রীর নাম তানহা।
সূত্র জানিয়েছে, তানহার বাবা আ. আলিম একটি মাদ্রাসার সহকারী শিক্ষক। তানহার বয়স ৩ বছর থাকাকালীন তার মা অন্যত্র বিয়ে করে। তার বাবাও অন্যত্র বিয়ে করেন। বাবা ও সৎ মায়ের সংসারে বসবাস করত সে।
স্থানীয়রা জানায়, সৎ মায়ের সাথে রোববার সকালে ঝগড়া হলে দুপুরের দিকে গ্যাস ট্যাবলেট খায় সে। তাকে উদ্ধোর করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮ টার দিকে সে মারা যায়।
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যের মামলা দায়ের করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল