৪ জুলাই, ২০২২ ২০:৩৪

আগৈলঝাড়ায় অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

আগৈলঝাড়ায় অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিভিন্ন খাল-বিলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলার গোয়াইল ও বাশাইল সংযুক্ত খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল, ২০টি বড় মাছ ধরার নিষিদ্ধ চাঁই ও ১৮টি গড়া আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত দুয়ারী জাল, চাঁই ও গড়া আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, ইউএনও অফিসের সহকারী রমনী সরকার এবং আগৈলঝাড়া থানার পুলিশ সহায়তা করেন। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর