বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলা বিএনপির নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী রামপাল উপজেলার বড়দিয়ায় দলীয় কার্যালয়ে সাংগঠনিক বিষয় নিয়ে দিনব্যাপী মতবিনিময় সভার মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল হালিম পাটোয়ারী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, জাহিদুর রহমান, শেখ আব্দুল্লাহ আজমী, ফকির আবু জাফর ও নুরুল্লাহ খোকন।
আরও বক্তব্য রাখেন শেখ মোতাহার হোসেন, আবু হোসেন পনি, মাহাবুবুর রহমান মানিক, মো. বাবুল ভূইয়া, রিয়াদ মাহমুদ, আবুল কাসেম, জিয়াউর রহমান হিরণ, খালিদ মাহামুূদ সোহাগ আলতাপ হোসেন বাবু, মুজিবুর রহমান জোয়ার্দার, আমিনুল ইসলাম কুটি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়ালসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এমআই