চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডে একটি ভারতীয় পণ্যবাহী ট্রাকে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে সোনামসজিদ পানামা পোর্ট লিংকের ইয়ার্ডে ব্লিচিং পাউডার বোঝাই একটি ভারতীয় ট্রাক প্রবেশ করে এবং ব্লিচিং পাউডার ক্যামিকেল হওয়ায় রোদের প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে ট্রাকটিতে আগুন লেগে যায়। এসময় ব্লিচিং পাউডার বোঝাই ট্রাকটি সম্পূর্ণ ভস্মিভূত হয় এবং অন্য একটি গম বোঝাই ভারতীয় ট্রাকের আংশিক ও একটি বাংলাদেশি ট্রাকের আংশিক পুড়ে যায়। পরে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাদের-ই কিবরিয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ব্লিচিং পাউডার বোঝাই একটি ট্রাক ভস্মিভূত এবং একটি গম বোঝাই ভারতীয় ট্রাকের আংশিক ও একটি বাংলাদেশি ট্রাকের আংশিক পুড়ে গেছে। এতে কত টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলা সম্ভব নয়।
এদিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার কো-অর্ডিনেটর টিপু সুলতান জানান, একটি ভারতীয় ট্রাক ব্লিচিং পাউডার বোঝাই করে বুধবার দুপুর ২টায় পানামা পোর্ট লিংকে প্রবেশ করে। এর আগে ট্রাকটি ১০দিন ধরে ভারতের মহদীপুরে পণ্য বোঝাই থাকা অবস্থায় অবস্থান করে। এতে প্রচণ্ড রোদে কেমিক্যাল উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত ঘটে।
বিডি প্রতিদিন/আরাফাত