ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামে জমির বিরোধকে কেন্দ্র করে কলেজ শিক্ষকসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভোলা আলতাজের রহমান কলেজের প্রভাষক নুর-ই-আলম পান্নু। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক নুর-ই-আলমের বাবা আহত নুরুল ইসলাম, ভাই নুর মোহাম্মদ বাচ্চু, রিনা বেগম প্রমুখ।
নুর-ই-আলম পান্নু তার লিখিত বক্তব্যে বলেন, জমির বিরোধকে কেন্দ্র করে তাদের প্রতিবেশী কবির হোসেন, শাকিল, আব্দুল হাইসহ একটি গ্রুপ গত শুক্রবার সকালে তাদের উপর হামলা করে। এতে তিনি এবং তার বৃদ্ধ বাবাসহ পরিবারের ৫ জন আহত হন। এ ঘটনায় ভোলা থানায় মামলা করায় প্রতিপক্ষ গ্রুপ এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি আরও জানান, করিব হোসেন গ্রুপের সাথে জমি জমার যে বিরোধ তা নিষ্পত্তির জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শালিস করে দিয়েছেন। ওই শালিস অমান্য করে কবির হোসেন গ্রুপ তাদের উপর হামলা করে।
পান্নু আরও অভিযোগ করেন, হামলাকারীদের ভয়ে তারা এখন চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এদিকে শিক্ষকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দ্রুত বিচারের দাবি জানিয়েছেন শিক্ষক সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, প্রভাষক হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক মনির সাজওয়াল, ইকরামুল আলমসহ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আবু জাফর