খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-ঢাকা সড়কে বিভিন্ন স্থানে সড়কের ওপর হাট বসায় সৃষ্টি হয় তীব্র যানজটের। ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
জানা গেছে, হাটাজারী-ফটিকছড়ি-মানিকছড়ি উপজেলার তিন টহ্যরী-গুইমারা-মাটিরাঙ্গা-রামগড়-ফটিকছড়ির হেয়াকোসহ বিভিন্ন স্থানে সড়কের ওপর হাটবার দিন বাজার বসে। এতে এখানকার উৎপাদিত আম, কাঠাঁল, কলা, আনারসসহ এখানকার বিভিন্ন উৎপাদিত ফসলাদি মূল সড়কের উপরেই বিকি-কিনি চলে। ফলে যাত্রীবাহী যানবাহনসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক এসব স্থানে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে এবং যানজটের সৃষ্টি হয়। এতে গাড়িতে বসে থাকা যাত্রীরা চরম দুর্ভোগের কবলে পড়ে। এতে অনেক যাত্রী সাধারণ অসুস্থ হয়ে পড়ে। নির্দিষ্ট সময়ে যানবাহনগুলো গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে খুব ভোরে ছেড়ে আসা যানবাহনগুলো এ দুর্ভোগের কবলে পড়ে খুব বেশি। কেননা এখানকার হাট বাজারগুলো খুব ভোর থেকেই বেচা-কেনা শুরু হয়। সড়কের ওপর যে, যেভাবে পারে মালামাল বিক্রি করে। যেন দেখার কেউই নেই। বর্তমানে মৌসুমী ফলের সময়ে এ যানজট আরও তীব্র আকার ধারণ করছে।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান (খোকন) জানান, প্রধান সড়কের উপর বিভিন্ন স্থানে হাট বসায় আমাদের যানবাহনগুলো ঘণ্টার পর ঘণ্টা যাত্রী নিয়ে আটকা পড়ে থাকে। ফলে সড়কের দুই দিকেই যানজট সৃষ্টি হয়ে পথচারী চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়ে। তিনি এসব সড়ক থেকে হাটবাজারগুলো সরিয়ে যানচলাচল সহজ করার জন্য স্ব-স্ব এলাকার স্থানীয় প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা