গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত হয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে মুকসুদপুর ফায়ার সার্ভিস। এ সময় নিজ দোকানের মালামাল নিরাপদ স্থানে নিতে গিয়ে বাবলু লস্কর (৫৫) নামে এক মুদি দোকানদারের মৃত্যু হয়েছে।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সজিবুর রহমান জানান, রাত তিনটার দিকে আমরা অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাযাবে।
বাজারের ব্যবসায়ি হাসান লস্কর জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে সবাই আগুন নিভাতে আসে। এ সময় মুদি দোকানদার বাবলু লস্কর তার মালামাল নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা করে। একাধিকবার আগুনের মধ্য থেকে মালামাল নেওয়ার পরে পা পিছলে পড়ে যায়। উদ্ধার কারিরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর হাসপাতালের টিএইচও ডাক্তার রায়হান ইসলাম শোভন জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে কোন আগুনে পোড়ার চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করো হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন