বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সুনিল কুমার দাসের স্ত্রী দেবী রানী দাস মৃত্যুবরণ করেছেন। ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (১৩ জুলাই) রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মৃত্যুকালে দেবী রানী দাস স্বামী, এক ছেলে এ্যাডভোকেট উৎপল কুমার দাস ও এক মেয়ে শর্মিলা দাস’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দেবী রানী দাসের শেষকৃত্যানুষ্ঠান গোপালগঞ্জ মহামশ্মানে করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
দেবী রানী দাসের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা