বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই শতাধিক হেপাটাইটিস রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এ সময় বিশেষজ্ঞ ডাক্তারের পরার্মশসহ বিভিন্ন রোগের টেস্ট করানো হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক (এডমিন) ডা. মো. সোহেল রানা। এ সময় বিশেষজ্ঞ ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল (অব.) বজলুর রহমান, ডা. মো. সাইখুল আরাফাত, ডা. আশবাফিয়া আক্তার বৃষ্টি, ডা. উম্মে হাবিবা রহমান আগত রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।
পরে আলোক আলোক হেলথ্ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে রোগীর বিনামূল্যে ব্যবস্থাপত্র, চিকিৎসা সেবা ও বিভিন্ন ধরনের টেস্ট করানো হয়।
বিডি প্রতিদিন/ফারজানা