রংপুর-দিনাজপুর মহাসড়কের বরাতী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে এক শিশু নিহত ও দুইজন আহত হয়েছে।বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের আজিজার রহমান (৩৯) তার শ্বশুরবাড়ি ইকরচালী থেকে ফিরছিল। হঠাৎ সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তার মোটরসাইকেলের। ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা আজিজার রহমান নামে ৬ বছর বয়সী মেয়ে মরিয়ম আক্তার মারা যান। এসময় গুরুতর আহত হন আজিজার রহমান ও তার স্ত্রী আয়েশা বেগম (২৯)।
লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। পরে নিহতের পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মো. মাহবুব মোরশেদ বলেন, নিহত মরিয়মকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম