তিস্তা নদী আবারও ভয়াবহ রূপ ধরতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার ভোর ৬ টায় তিস্তার পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। যেকোন সময়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের মানুষ মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬ টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে ৫২ দশমিক ৫৮ সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।
গত এক মাসে তিস্তার পানি বেশ কয়েকবার বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তিস্তা নদী বেষ্টিত ৫ জেলায়। পানি উন্নয়ন বোর্ডের মতে এটা বর্ষা মৌসুম। তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।
এর আগের দফার বন্যার ক্ষত না শুকাতেই আবার বন্যা হলে আমন ধান মাঠে মারা যাবে। এর আগের বন্যায় ভুট্টাসহ অন্যান্য ফসলের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা এখন জমিতে আমনের চারা রোপন করছেন। এই অবস্থায় বন্যা হলে পরিবার পরিজন নিয়ে চরম বেকায়দায় পড়বেন এমনটা জানিয়েছেন গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের বাগের হাট এলাকার কৃষক নুরুল ইসলামসহ বেশ কয়েকজন।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, এসময় তিস্তার পানি বৃদ্ধি পায়। এজন্য সতর্কতা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল