নাটোরের সিংড়ায় চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৬ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার রাতে সিংড়া উপজেলার কলেজপাড়া এলাকা থেকে ২ হাজার ৮৫০ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, মৃত মিছরী লালের ছেলে শ্রী বিহারী লাল (৫০) ও শ্রী সুকান্ত, মৃত সুকুমারের ছেলে শ্রী সুব্রত কুমার দাস (৩৫), মৃত মন্টুর ছেলে শ্রী গুরুদেব (২৬, সরকারপাড়া মহল্লার হযরত আলী মন্ডলের ছেলে মো. নুরুন্নবী (৫০) ও একই মহল্লার মৃত বায়তুল্লাহর ছেলে মো. শামীম (৩৮)।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল