দিনাজপুরের ঘোড়াঘাটে চাতালের গদি ঘরে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় সেখান থেকে ৪ বান্ডিল খোলা খেলার তাস, নগদ ৬৪৫৪৫ টাকা, তিনটি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউপির বেগুনবাড়ী গ্রামের আব্দুল আলিমের চাতালের গদি ঘরে জুয়া খেলার সময় সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ মামুনুর রশিদ (৩৫), মোকসেদুল ইসলাম (৩৭), মহিদুল ইসলাম (৪৫) , আব্দুল মোতালেব (৩৪), শাকিল বাবু (৪০) ও আবু তাহের (৩০)।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনের মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ