ময়মনসিংহের ফুলপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ -২ (এনএটিপি-২) এর আওতায় এআইএফ-২ উপপ্রকল্পের ম্যাচিং গ্রান্ট ফান্ডের মাধ্যম কৃষকদের মধ্যে ৩টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পয়ারী ইউনিয়নের মামুদপুর ও ছনধরা ইউনিয়নের লাওয়ারী ও চিকনা সিআইজি সমিতির কৃষকদের মাঝে এসব যন্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহের উপপরিচালক মো. মতিউজ্জামান, অতিরিক্ত উপপরিচালক ড. উম্মে হাবিবা, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মনিটরিং অফিসার রিজওয়ানুল বারী রনি, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ