মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে দুইজন কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- গাংনীর হাড়াভাঙ্গা গ্রামের কৃষক আকরাম হোসেন (৬৫) ও কাজীপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম (৪০)। আহতরা হলেন- ব্রজপুর গ্রামের হাউস আলী (৫৪) ও কাজীপুর গ্রামের মুন্নাফ আলী (৪৬)।
কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন বলেন দুপুরের থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় হাড়াভাঙ্গা মাঠে আকরাম হোসেন ও হাউস আলী এবং কাজিপুর মুন্সিপাড়ায় জাহাঙ্গীর আলম ও মুন্নাফ আলী কৃষি কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে চারজন আহত হন। গুরুতর আহত আকরাম হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাহাঙ্গীর আলমকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুজনেরই মৃত্যু ঘটে। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রাম নিতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম